২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৪

‘মাশরাফির কাছ থেকে অন্যদের শিক্ষা নেওয়া উচিত’

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ এক সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল শেষবারের মতো তাকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নামতে দেখা যাবে।

২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে মাশরাফির। সেই জিম্বাবুয়ের বিপক্ষেই অধিনায়কত্বের ইতি টানছেন ‘নড়াইল এক্সপ্রেস’। তার এই সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে আলোড়ন তুলেছে। শোবিজ অঙ্গনের তারকারাও এর বাইরে নন।

চিত্রনায়িকা অপু বিশ্বাস মাশরাফির ভক্ত। ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’-এর এই সিদ্ধান্তে কষ্ট পেলেও সাধুবাদ জানিয়েছেন তিনি। অপু বিশ্বাস  বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলে যারা আছেন তারা এতো চমৎকারভাবে দেশকে প্রেজেন্ট করেছেন যে মন ভরে যায়। তাদের স্যালুট জানাই। এদের মধ্যে আইকন, আইডল বলতে যদি কোনো খেলোয়াড় থাকে, সে হলো মাশরাফি। ব্যক্তি মাশরাফিও অসাধারণ মেধাসম্পন্ন এবং বুদ্ধিমান। যে কারণে আমি বলব, তিনি বুঝেশুনে এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও খেলার মাঠে তাকে আমরা মিস করবো।’

জায়গা ছেড়ে দিয়ে মাশরাফি দৃষ্টান্ত তৈরি করলেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘প্রতিটি মানুষেরই একসময় বিদায় নেওয়া উচিত। কারণ নতুন যারা আসছেন তাদের সুযোগ দিতে হবে। তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে, তাদের সাপোর্ট দিতে হবে। সেই বিবেচনা থেকে মাশরাফি সাধুবাদ পাবেন। তিনি যে কতটা দেশপ্রেমিক আবারও প্রমাণিত হলো।’

মাশরাফির উদাহরণ টেনে এই নায়িকা বলেন, ‘আমাদের চলচ্চিত্রে অনেকে আছেন যাদের ক্যারিয়ার সিলি হয়ে যাচ্ছে, তবুও জায়গা ছাড়তে চাচ্ছেন না। তারা বুঝতে চান না, একসময় তারা সন্মান হারাবেন, হাস্যরসের খোরাক হবেন। আমি মনে করি, মাশরাফির কাছ থেকে অন্যদের শিক্ষা নেওয়া উচিত।’

মাশরাফি বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক। এখন পর্যন্ত ৮৭টি ম্যাচে অধিনায়কত্ব করে বাংলাদেশকে এনে দিয়েছেন ৪৯টি জয়। হার দেখেছেন ৩৬ ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে। তার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের (২০১৫) কোয়ার্টার ফাইনাল এবং আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির (২০১৭) সেমিফাইনাল খেলেছে। তার নেতৃত্বেই বিদেশের মাটিতে প্রথম কোনো শিরোপা জেতে টাইগাররা।

প্রকাশ :মার্চ ৫, ২০২০ ৬:৪২ অপরাহ্ণ