১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

সংবিধানে ৭ মার্চের ভাষণের ভুল উপস্থাপন চ্যালেঞ্জ করে রিট

সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ভুলভাবে উপস্থাপনে কর্তৃপক্ষের ব্যর্থতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার  কাশেদ আলী নামে এক ব্যক্তির পক্ষে  সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস এ রিট দায়ের করেন।

আইনজীবী সুবীর নন্দী দাস বলেন,  বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো: ইকবাল কবিরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনে, সংবিধানে থাকা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভুলটি কেন অবৈধ ঘোষণা করা হবেনা, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

রিটে আইন মন্ত্রণালয় সচিব এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

প্রকাশ :মার্চ ৫, ২০২০ ৬:২২ অপরাহ্ণ