১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

২৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা থেকে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার আমুয়া বাজার থেকে সাইফুর রহমান কামালকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়।

এ সময় পুলিশ জানায়, কাঁঠালিয়া উপজেলার হেতাল বুনিয়া গ্রামের আব্দুর রব সরদারের ছেলে সাইফুর রহমান কামাল আমুয়া বাজারে বাসা ভাড়া নিয়ে দীর্ঘ দিন ইয়াবা বিক্রি করে আসছেন।

গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার ওসি এম আর শওকত আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল সকালে আমুয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ আমুয়া বাজারের ভাড়া বাসা থেকে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তার কাছ থেকে ইয়াবা বিক্রির ৩০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান বলেন, সাইফুর রহমান কামালের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইয়াবা বিক্রির সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১১, ২০১৭ ৫:০৪ অপরাহ্ণ