১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫০

ঝিনাইদহে পুলিশের অভিযানে গ্রেফতার ৬৭

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৬৭ জন গ্রেফতার হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধে জেলায় মাসব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে সদর থেকে ২৬ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ১০ জন, মহেশপুর থেকে ৯ জন, ও কোটচাঁদপুর থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদক দ্রব্য। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১১, ২০১৭ ৫:০৮ অপরাহ্ণ