১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:১১

১২ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ১৫০ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। রোববার গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা লস্ট অ্যান্ড ফাউন্ডে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করেন।

এক বার্তায় শুল্ক গোয়েন্দা জানায়, সিগারেটগগুলো একটি লাগেজে দুইটি কার্টনে লুকানো ছিল। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধুমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জব্দকৃত সিগারেট বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের। এগুলোর গায়ে মেইড ইন ইংল্যান্ড লেখা।

জব্দকৃত সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ১১, ২০১৭ ৪:৫৮ অপরাহ্ণ