১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

সৃজিত-মিথিলার রিসেপশনে তারার হাট

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে পরিচয় হয় তার। এরপর মনের লেনা-দেনা।

এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তারপর বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করেননি এই দম্পতি। অবশেষে অনুষ্ঠিত হলো তাদের বিবাহত্তোর সংবর্ধনা। গতকাল শনিবার কলকাতায় এই আয়োজন করা হয়। এতে ওপার বাংলার তারকাদের মিলনমেলায় পরিণত হয়েছিল।

প্রকাশ :মার্চ ১, ২০২০ ৬:২৯ অপরাহ্ণ