২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৮
Bangladesh's captain Mashrafe Mortaza (C) celebrates with teammate Bangladesh's Mehidy Hasan Miraz after taking a catch to dismiss England's Jason Roy during the 2019 Cricket World Cup group stage match between England and Bangladesh at Sophia Gardens stadium in Cardiff, south Wales, on June 8, 2019. (Photo by Paul ELLIS / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read PAUL ELLIS/AFP/Getty Images)

জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

একের পর এক উইকেট নিয়ে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ। রবিবার সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ৩২২ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১৩.২ ওভারে ৪ উইকেটে ৪৪ রান।সাইফউদ্দিনের হাত ধরে শিকার শুরু করে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে কামুনহুকামউইকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান এই টাইগার পেসার। ১০ বলে ১ রান করেছেন জিম্বাবুয়ের এই ওপেনার।

অষ্টম ওভারে রেজিস চাকাভাবে এলডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন সাইফউদ্দিন। ১৮ বলে তিনি করেছেন ১১ রান। দলীয় ২৩ রানে মাশরাফির বলে মিড-অনে রিয়াদের হাতে ক্যাচ হয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক চামু চিবাবা। ২২ বলে তিনি করেছেন ১০ রান।

এরপর ২১ রানের জুটি গড়েন টেইলর ও মাধিভিরে। দলীয় ৪৪ রানে তাইজুলের ঘূর্ণিতে বোল্ড হয়েছেন টেইলর। ১৫ বল খেলে তিনি করতে পেরেছেন ৮ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এটি সর্বোচ্চ সংগ্রহ।

টাইগার ওপেনার লিটন দাস সেঞ্চুরি করেছেন। ১০৫ বলে ১৩টি চার ও দুইটি ছক্কার সাহায্যে ১২৬ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের এটি ক্যারিয়ার সেরা ইনিংস। মোহাম্মদ মিথুন ৪১ বলে ৫০ রান করে আউট হন। ১৫ বলে তিনটি ছক্কার সাহায্যে ২৮ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন ক্রিস এমপোফু।

প্রকাশ :মার্চ ১, ২০২০ ৬:৩২ অপরাহ্ণ