১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৪

ভারতের উত্তরাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

অনলাইন ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে রোববার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয় জন একই পরিবারের সদস্য।

সিনিয়র এক পুলিশ কর্মকর্তা একথা বলেন। পুলিশের সুপারিন্টেন্ডেন্ট আদিত্য শুক্লা গণমাধ্যমকে বলেন, ‘রাজ্যের মথুরা জেলার মোগারা গ্রামের কাছে মাথুর-জযমপত্তি সড়কে স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।’

গাড়ির যাত্রীরা পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের একটি জনপ্রিয় মন্দিরে পুজো দিতে যাচ্ছিল। শুক্লা বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ১১, ২০১৭ ৩:৪০ অপরাহ্ণ