১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৮

বায়ু দূষণে ফের শীর্ষে ঢাকা

বায়ু দূষণে আবারো পৃথিবীর সব শহরকে ছাড়িয়ে শীর্ষে উঠে এলো রাজধানী ঢাকা।

রোববার সকালে যুক্তরাজ্য ভিত্তিক বায়ু দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালে দেখা গেছে, ৩১৫ মান নিয়ে দূষিত শহর হিসেবে ঢাকা সবার উপরে অবস্থান করছে।

ঢাকার পরে ক্রমান্বয়ে রয়েছে-পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি, নেপালের কাঠমান্ডু, ভারতের কলকাতা, থাইল্যান্ডের চিয়াং মাই, মঙ্গোলিয়ার উললানবাথার, পাকিস্তানের করাচি, ভারতের মুম্বাই, মিয়ানমানের ইয়াংগুন শহর।

এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের (একিউআই) মান যদি ২০০ এর বেশি থাকলে ওই এলাকাকে খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। সে হিসেবে ঢাকার মানুষ খুবই অস্বাস্থ্যকর বায়ু গ্রহণ করছেন।

এয়ার ভিজ্যুয়ালের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সকাল থেকে ঢাকার একিউআই ২০০ এর উপরে ছিল।

ঢাকার সাত এলাকার বায়ু মান পর্যবেক্ষণ করে এয়ার ভিজ্যুয়াল। এরমধ্যে গুলশানে একিউআই মান ছিল ৪১৩, বসুন্ধরা আবাসিক এলাকায় ছিল ৪১১, বারিধারায় ৩১৫, ইউএস এম্বেসী এলাকায় ২৮৯, উত্তরায় ২৮১, শেওড়াপাড়া এলাকায় ২৩৭।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১২:১৩ অপরাহ্ণ