১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

যুবাদের বিশ্বজয় নিয়ে যা বললেন পাপন

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা দীর্ঘ দিনের হলেও টাইগাররা বৈশ্বিক টুর্নামেন্ট খেলছে দুই যুগ ধরে। কিন্তু কখনোই বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলার সুযোগ হয়নি লাল-সবুজের জার্সিধারীদের। আকবর আলীর নেতৃত্বে অবশেষে ভারতের বিপক্ষে সে আক্ষেপ ঘুচল টাইগারদের। এখন পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের হৃদয় ভাঙার গল্প অনেক। কাছে গিয়েও ভারতকে হারাতে না পারার আক্ষেপ বাড়ছিল দিনে দিনে। এবার যুব বিশ্বকাপে তাই সেই ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েই চ্যাম্পিয়ন হওয়ার আলাদা মর্ম দেখছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

গতকাল দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ যুব দল। এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘ধাপে ধাপে পরিকল্পনা করে এগুনোর একটা ফল এই অর্জন। বিশ্ব চ্যাম্পিয়ন। এটা যেকোনো ধাপেই হোক, এর গৌরবই আলাদা।’

তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা ভারতের মতো দলকে হারিয়ে আমরা জিতেছি। ওদের সঙ্গে আমার বিভিন্ন পর্যায়ে শুধু হারছিলাম। কাজেই সবচেয়ে ভালো লেগেছে আমরা এবার ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছি।’

পাপন আরও বলেন, ‘রাতারাতি কিছু আসেনি। গত ১৮ মাস থেকে সুপরিকল্পনা, অনেকগুলো ম্যাচ আয়োজন করার ফল পেয়েছি আমরা। বাংলাদেশের এই দলকে কিন্তু সবাই গোনায় ধরেছে। সেমিফাইনাল খেলবে সবারই ধারণা ছিল। বিদেশের মাঠে আমরা ভাল খেলিনি। এই ছেলেরা এটাও ভুল প্রমাণ করেছে।’

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০২০ ৬:২৬ অপরাহ্ণ