টেস্ট খেলতে ১৬ বছর পর পাকিস্তানে গেল বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৩ সালে সবশেষ পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ২০০৯ সালের পর পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন হয়নি টেস্ট। সাম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা পাকিস্তান সফর করে। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ গেল টেস্ট খেলতে। পাকিস্তানের মাটিতে চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ঐতিহাসিক মুলতান টেস্ট বাদে প্রত্যেকটিতেই বাংলাদেশ হেরেছে বাজেভাবে।
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ তিন ভাগে দ্বিপাক্ষিক সিরিজ ভাগ করেছে। প্রথম দফায় তিন টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এবার রাওয়ালপিন্ডিতে হচ্ছে এক টেস্ট। এপ্রিলে গিয়ে খেলবে এক টেস্ট ও এক ওয়ানডে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে দুইভাগে রওনা হয়ে দোহা পৌঁছায় বাংলাদেশ দল। সেখান থেকে একসঙ্গে বুধবার সকালে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছায়। সড়কপথে ৪৫ মিনিটের যাত্রা শেষে বাংলাদেশ দলের ঠিকানা রাওয়ালপিন্ডি। বিকালে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে জাতীয় দল। বৃহস্পতিবার ফের অনুশীলন। এরপর শুক্রবার নামবে টেস্ট আতিথেয়তা নিতে।
রাওয়ালপিন্ডির উইকেট, কন্ডিশন সম্পর্কে কোনো ধারণা নেই বাংলাদেশ দলের। টেস্ট দলে যারা যাচ্ছেন তাদের মধ্যে পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র দুজনের। মূল মঞ্চে মাঠে নামার আগে মাত্র দুদিনের প্রস্তুতিকে আদর্শ বলছেন না বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। ফলে বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।