আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে একদিনেই ৬৫ জনের মৃত্যু হয়েছে। ফলে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত ৪৯০ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার চীনে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৩ হাজার ৮৮৭ জন। বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩২৪ জন।
এ ব্যাপারে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তা জিয়াও ইয়াহুই জানান, মৃতদের সংখ্যাগরিষ্ঠই পুরুষ। এই ভাইরাসে দুই-তৃতীয়াংশই পুরুষ আক্রান্ত হয়েছে। সেখানে মহিলা এক-তৃতীয়াংশ। আবার যত জন মারা গিয়েছেন, তার ৮০ শতাংশেরই বয়স ৬০ এর আশপাশে। আরো দেখা যাচ্ছে, মৃতদের মধ্যে ৭৫ শতাংশেরই হার্টের অসুখ, ডায়াবেটিস, টিউমারের মত কোনো না কোনো অসুখ ছিল।
প্রায় এক মাস আগে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসে প্রথমদিকে কেবল চীনেই মৃত্যুর ঘটনা ঘটেছিল। কিন্তু গত এক সপ্তাহে চীনের মূল ভূখণ্ডের বাইরে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার হংকংয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। এর কয়েক দিন আগে ফিলিপাইনে মারা যান উহান ফেরত আরো একজন।