২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৩৪

ধরা পড়ল হ্যাকার, শিল্পীদের ফেসবুক উদ্ধার

বিনোদন প্রতিবেদক এবারই প্রথম নয়, এর আগেও শোবিজ অঙ্গনের অনেক তারকার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। মাস ছয়েক আগে চিত্রনায়ক জায়েদ খানের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়। এদিকে গতকাল সোমবার র‌্যাব একটি হ্যাকার চক্রকে গ্রেপ্তার করেছে। তার সঙ্গে উদ্ধার হয়েছে জায়েদ খানের ফেসবুক অ্যাকাউন্টও।

জায়েদ খান বলেন, ‘আলহামদুলিল্লাহ! ৫-৬ মাস পর নিজের প্রথম ফেসবুক আইডি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করলাম। যাদের কারণে উদ্ধার হয়েছে তারা এনটিএমসি। যারা আইডিটি হ্যাক করেছিলেন তাদের টার্গেট ছিল শিল্পীদের আইডি হ্যাক করে, তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নেওয়া। অবশেষে মূল হোতাকে ময়মনসিংহের ত্রিশাল থেকে র‌্যাব গ্রেপ্তার করেছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা এনটিএমসি।’

তিনি আরো বলেন, ‘এই হ্যাকার চক্র শিল্পী রেসির আইডি হ্যাক করে তার কাছে ২০ হাজার টাকা দাবি করেছিল। এছাড়া মিশা ভাইসহ অনেক শিল্পীদের আইডি হ্যাক করেছে। র‌্যাব সদস্যদের অক্লান্ত পরিশ্রমে হ্যাকার চক্র ধরা পড়ায় শিল্পীরা স্বস্তি পেয়েছেন।’

জায়েদ খানের ফেসবুক আইডি ৬ মাসে আগে হ্যাক করা হয়। তারপর আইডির নাম পরিবর্তন করা হয়। অচিরেই তারকাদের সামনে হ্যাকারদের উপস্থিতি করা হবে বলে জানান জায়েদ খান।

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০২০ ৬:০৬ অপরাহ্ণ