১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

ইশরাকের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ উঠেছে।

রোববার দুপুর ১টার দিকে গোপীবাগে সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানায় ইশরাকের মিডিয়া সেল।

মিডিয়া সেল থেকে বলা হয়েছে, ইশরাকের নির্বাচনী প্রচারে হঠাৎ প্রতিপক্ষের লোকজন হামলা করে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

হামলায় আহত নয়া দিগন্তের সাংবাদিক তৌহিদুল ইসলামকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০২০ ২:৩৫ অপরাহ্ণ