১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১২

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে এক টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

প্রায় এক মাসের জন্য বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে। ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে আফ্রিকার এ দলটি। এরপরে ১৮ ফেব্রুয়ারি দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

২২ ফেব্রুয়ারি শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে টেস্ট দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজটি।

একমাত্র টেস্ট খেলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হবে দুই দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি হবে চট্টগ্রামে। ১ মার্চ জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম ওয়ানডে। এরপরে বাকি দুটি হবে ৩ ও ৬ মার্চ।

এরপরে আবার ঢাকায় ফিরবে দুই দল। সফর শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। দুই ম্যাচের টি-টোয়েন্টির প্রত্যেকটি হবে মিরপুরে। ৯ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচ দুইটি। এরপরের দিন ১২ মার্চ বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে।

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০২০ ২:৩৮ অপরাহ্ণ