১৭ই এপ্রিল, ২০২৫ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:১০
ব্রেকিং নিউজ

মৌলভীবাজারে যুবককে ধরে বাড়িতে নিয়ে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পূর্ব শত্রুতার জের ধরে রাজন আহমদ রাজা নামের এক যুবককে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার হিলালপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে পীর বাহিনীর প্রধান নামে পরিচিত পীর আজাদ পাশের বালিকান্দি কেয়াঘাট থেকে রাজনকে ধরে হিলালপুরে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরে পীর আজাদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে রাজাকে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর একটি সিএনজি অটোরিকশায় রাজনের মরদেহ তুলে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে পীর আজাদ বাড়ি তালা দিয়ে পালিয়ে যান।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রাজন পীর আজাদের ছোট ভাই রুবেল হত্যার এজাহারভুক্ত ৮নং আসামি। বর্তমানে তিনি জামিনে আছেন।

রাজন সদর উপজেলার বুদ্ধিমন্তপুর এলাকার আশিক মিয়ার ছেলে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রকাশ :জানুয়ারি ২১, ২০২০ ১:৫২ অপরাহ্ণ