১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৬

বিয়ের আগে ৪ দিন বাবা কথা বলেননি: কাজল

 বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম অভিনেতা অজয় দেবগন ও কাজল জুটি। তারা চলচ্চিত্রজগতের সেরা দম্পতি। সম্প্রতি কাজল অজয় দেবগনের সঙ্গে তার বিয়ের বেশ কিছু অজানা কথা শেয়ার করেছেন। এই অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের আগে বাবা চার দিন তার সঙ্গে কথা বলেননি। একই সঙ্গে কাজল তার এবং অজয় দেবগনের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন।

কাজল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি তার জীবনের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু মুহূর্তের কথা জানিয়েছেন।

ইনস্টাগ্রাম পোস্টে কাজল জানিয়েছেন, ২৫ বছর আগে ‘হলচল’-র সেটে আমাদের প্রথম দেখা। সেখানেই একে অপরের সঙ্গে পরিচয়, আমি আমার স্যুটের জন্য প্রস্তুত ছিলাম এবং জানতে চেয়েছিলাম– আমার হিরো কোথায়? তখনই কেউ একজন অজয়ের দিকে ইঙ্গিত করে, ও তখন এক কোণে বসেছিল।

অজয়ের সঙ্গে কথা বলার আগে, আমি ওর সম্পর্কে একটু খোঁজখবর নিয়েছিলাম। এই সেটেই আমরা একে অপরের সঙ্গে কথা বলি। আর আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সেই সময় আমার সঙ্গে অন্য একজনের সম্পর্ক ছিল, অজয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি বেশ কয়েকবার তার সম্পর্কে অভিযোগও করি। তার কিছু দিনের মধ্যেই আমাদের সম্পর্ক ভেঙে যায়।

অজয়ের সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী জানান, সেই সময় অজয়কে নিয়ে আমার বন্ধুরা আমাকে সচেতন করেছিল। কারণ তখন ও বেশ নামকরা একজন অভিনেতা, কিন্তু আমার সঙ্গে ওর সম্পর্কটা ছিল একেবারেই আলাদা।

কাজল আরও জানিয়েছেন, আমরা একে অপরকে প্রায় চার বছর সময় দিয়েছি। এর পর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। ওর বাবা-মায়ের এই বিয়েতে কোনো আপত্তি ছিল না। তবে আমার বাবা চার দিন আমার সঙ্গে কথা বলেননি। আসলে বাবা আমাকে আরও প্রতিষ্ঠিত দেখতে চেয়েছিলেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। কারণ সেই সময় আমি ঠিক করে ফেলেছিলাম যে, আমরা একে-অপরের সঙ্গেই জীবন কাটাতে চাই। আমাদের বিয়ের আসর বাড়িতেই বসেছিল। তবে মিডিয়ার লোকদের ভুল ঠিকানা দেয়া হয়েছিল। কারণ আমরা চেয়েছিলাম ওই দিনটা শুধু আমাদের হোক।

কাজল আরও জানিয়েছেন, কাভি খুশি কাভি গাম শুটিংয়ের সময় তিনি গর্ভবতী ছিলেন। কিন্তু তার সেই সন্তান এই পৃথিবীর আলো দেখতে পায়নি। সেই সময় আমি হাসপাতালে, সিনেমা তো সফল হয়; কিন্তু আনন্দ করার মতোও অবস্থায় ছিলাম না। এর পরে আরও একবার তার গর্ভপাত হয়। অভিনেত্রীর মতে, সেই সময়টা তার জীবনের জন্য খুবই কঠিন সময় ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমাদের জীবন ভরিয়ে দিয়েছে আমার দুই সন্তান।

তথ্যসূত্র: এনডিটিভি

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ