২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৮

এসএসসি পরীক্ষার জন্য এক মাস সব কোচিং বন্ধ

শিক্ষামন্ত্রী বলেন, ‘মাধ্যমিক স্কুল সার্টিফিটেক (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এই পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। এই পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস ও ফাঁসের চেষ্টা রোধে ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি সব ধরনের কোচিং বন্ধ থাকবে।’

দীপু মনি আরও বলেন, ‘কেউ প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবক ও শিক্ষার্থী গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি।’

এসময় জানানো হয়, প্রতিবারের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবকে প্রশ্ন সেট কোড জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। কেন্দ্র সচিব ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশি শাহাবুদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিতি ছিলেন।

প্রসঙ্গত, এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন।

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০২০ ৪:৩৮ অপরাহ্ণ