১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

আতিকের নির্বাচনী প্রচারে এমপি সাদেক খান!

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের শতদল কমপ্লেক্স মাঠে নির্বাচনী প্রচার অনুষ্ঠানের মঞ্চে আসেন সাংসদ সাদেক খান। এ সময় নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি প্রথমে মঞ্চের পেছনে অবস্থান নেন। একপর্যায়ে নেতাকর্মীদের নিয়ে এলাকা ছাড়েন তিনি।

এ ব্যাপারে সাংসদ সাদেক খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘আমি কোনো নির্বাচনী প্রচারে যাইনি, যাওয়ার প্রশ্নও আসে না। আমি গিয়েছি আমার রুটিন ওয়ার্কে। আমি প্রত্যেক দিন দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলি, দেখা করি। আমি সেখানে কোনো বক্তব্যও দিইনি।’

জানা গেছে, আতিকুল ইসলামের প্রচারণায় অংশ নিতে সাদেক খান গেলেও সেখানে উপস্থিত ছিলেন না মেয়র প্রার্থী। তিনি না আসায় নির্বাচনী প্রচার দুপুর পৌনে ১২টা পর্যন্তও শুরু হয়নি।

প্রচার মঞ্চে সংসদ সদস্য ছাড়াও দেখা গেছে ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ফোরকান হোসেন ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হামিদা আক্তার মিতাকে। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রচার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন।

প্রকাশ :জানুয়ারি ১৪, ২০২০ ২:৪৯ অপরাহ্ণ