সরস্বতী পূজার কারণে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন হিন্দু ধর্মালম্বীরা। নির্বাচন কমিশন তারিখ না পাল্টানোর কথা বলছে। তবে বিষয়টি নিয়ে রিট হওয়ায় এখন কমিশন তাকিয়ে আছে আদালতের দিকে। এ বিষয়ে প্রার্থীরা শুরু থেকে চুপ থাকলেও এবার মুখ খুললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি করেছেন তিনি।
মঙ্গলবার নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘একজন ক্যান্ডিডেন্ট হিসেবে আমি চাই সরস্বতী পূজার বিষয়টি যেন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।’
ঢাকা দক্ষিণ সিটির ৭৫নং ওয়ার্ডের নন্দীপাড়া-ত্রিমোহনী এলাকায় পঞ্চম দিনের গণসংযোগ শুরু করেন ইশরাক।
সিটি করপোরেশন নির্বাচনের দিন সনাতন ধর্ম্বালম্বীদের সরস্বতী পূজা পড়েছে, যে কারণে নির্বাচন পেছানোর দাবিসহ আদালতে রিটও করা হয়েছে— এসব বিষয় নিয়ে জানতে চাইলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক বলেন, ‘আমি বলবো নির্বাচন কমিশন যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে।’
ইশরাক বলেন, ‘একজন মুসলমান হিসেবে ঈদ বা অন্য কোনো উৎসবের দিনকে আমরা নির্বাচনের দিন হিসেবে নিতে পারতাম না। তেমনি সনাতন ধর্ম্বালম্বীরাও চাইবেন এই দিনটি নির্বাচন মুক্ত থাক। এজন্য বলছি বিষয়টি যেন গুরুত্বের সঙ্গে দেখা হয়। যদিও বিষয়টি এখন আদালত দেখছে, তাই এ ব্যাপারে আমাদের বেশি কিছু বলার নেই।’
এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ অসংখ্য নেতাকর্মী।