আন্তর্জাতিক ডেস্ক : ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ ইন্তেকাল করেছেন। শুক্রবার সন্ধ্যায় ৭৯ বছর বয়সী সুলতান চিরবিদায় নেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কাবুস বিন সাইদ ক্যানসারে ভুগছিলেন। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।
তিনি জার্মানিতে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছিলেন। এরপর বেলজিয়ামে চিকিৎসা নিয়ে নতুন বছরের শুরুতে দ্রুত মাস্কাটে ফিরে আসেন।
চার দশক ধরে ওমানে রাজত্ব করেছেন কাবুস বিন সাইদ। এসময় নানা সংস্কারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনপ্রিয়তাও পেয়েছিলেন তিনি। সুলতানের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
মধ্যপ্রাচ্যে সবচেয়ে দীর্ঘ সময় সুলতান হিসেবের দায়িত্ব পালন করেছেন কাবুস। ১৯৭০ সালে শান্তিপূর্ণ অভ্যুত্থানে পিতার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন তিনি।
১৯৪০ সালে ওমানে জন্মগ্রহণ করেন কাবুস। তিনি ১৯৮৮ সালে স্যান্ডহর্স্টে যোগ দিতে যুক্তরাজ্যে ভ্রমণ করেন এবং ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। সেখানে তিনি প্রথম ব্যাটালিয়ন দ্য ক্যামেরোনিয়ানস (স্কটিশ রাইফেলস) এ নিযুক্ত ছিলেন এবং এক বছর জার্মানিতে দায়িত্ব পালন করেছিলেন।