১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬

কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল পুলিশসহ দুজনের

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশসহ দুজন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম আলমগীর হোসেন। তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির প্রটোকলের দায়িত্ব পালন করতেন। নিহত অপরজন মোটরসাইকেল চালক শহীদুল ইসলাম। তাদের দুজনের বাড়িই কুমিল্লায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, ভোরে মোটরসাইকেলে করে তারা চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন। এসময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন দুজন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল আটটার দিকে তারা মারা যান।

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

একই জায়গায় গতক ২৮ ডিসেম্বর লরির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে মো. সাইফুজ্জামান নামে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ও তার দুই মেয়ে নিহত হয়েছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছিলেন তার স্ত্রী ও একমাত্র ছেলে।

এলাকাবাসী জানায়, ঘটনাস্থলের ২৫০ মিটারের মধ্যে গত এক সপ্তাহে পাঁচটি দুর্ঘটনা ঘটে। গত বুধবার রাতে সলিমপুর ফকিরহাট এলাকায় লরি চাপায় এক নারী নিহত হওয়ার ঘটনায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

প্রকাশ :জানুয়ারি ১১, ২০২০ ১:০১ অপরাহ্ণ