১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫০

শীতের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা

শৈত্যপ্রবাহের কারণে হাড় কাঁপুনে শীত। আর শীতের সঙ্গে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ আরিফুর রহমান বলেন, আকাশ আংশিক মেঘলা রয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা ১ থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। ঢাকায় উত্তর /উত্তর-পূর্ব দিক থেকে ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ ঢাকায় সর্বনিম্ন ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

প্রকাশ :জানুয়ারি ৯, ২০২০ ১১:৫৩ পূর্বাহ্ণ