এই ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত মহানগরীর জোড়াগেট এলাকায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন সাংবাদিকরা। পরে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ঘটনাস্থালে পৌঁছে দায়ী পুলিশ পরিদর্শক বাশারকে প্রত্যাহার এবং ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সাংবাদিকরা অবরোধ তুলে নেন। এ সময় সেখানে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রবিকুল ইসলাম, সহকারী কমিশনার সোনালী সেন, জাহাঙ্গীর হোসেনসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী সাংবাদিক রকিব উদ্দিন পান্নু বলেন, ‘জোড়াগেট এলাকায় ওয়াসার পানির পাইপ লিকেজ ছিল। ফলে পানি বের হয়ে সড়ক সয়লাব হচ্ছিল। এ সংবাদ তৈরির জন্য ভিডিও ধারণকালে ওরা চড়াও হয়। সাংবাদিক বলার পরও থামেনি। কর্মরত খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের চায়না প্রকৌশলী তেড়ে আসেন এবং কিল, ঘুষি, লাথি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তারা ক্যামেরাও ভাঙচুর করে। এর পর ট্রাফিক ইন্সপেক্টর বাশার এসে আমার হাতে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নেওয়ার চেষ্টা করেন। এ খবর পেয়ে সাংবাদিকরা উপস্থিত হলে আমাকে ছেড়ে দেওয়া হয়।’
এ ঘটনায় জড়িদের বিচারের দাবিতে জোড়াগেটে খুলনা-যশোর মহাসড়ক অবরোধের সময় উপস্থিত ছিলেন– খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি এসএম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক সাইয়েদুজ্জামান সম্রাট, দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিলটন, সিনিয়র সাংবাদিক মো. আনিসুজ্জামান, মুন্সী আবু তৈয়ব, হাসান আহমেদ মোল্লা প্রমুখ।
কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বলেন, ‘ইন্সপেক্টর আবুল বাশারকে তাৎক্ষণিক ক্লোজড করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় বিকালে ৩টা ৪৫ মিনিটে সাংবাদিক রকিব উদ্দিন পান্নু বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে খালিশপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বিরুল আলম সন্ধ্যা ৬টায় বলেন, ‘সাংবাদিক পান্নুর ওপর হামলার ঘটনায় তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) মিজানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ হবে।’