১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী ও শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাপুর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ফরিদপুরের সোলনা গ্রামের হোমিও চিকিৎসক শরিফুল ইসলাম, তার স্ত্রী ও দুই শিশু কন্যা এবং তার স্বজন এসআই ফারুক হোসেন। দুর্ঘটনায় নিহত অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষে আহত একজন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপপরিদর্শক শাপুর আহমেদ বলেন, সুনামগঞ্জ থেকে যশোরগামী মামুন পরিবহনের বাস ও ফরিদপুরের বোয়ালমারী থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ছয় জন ঘটনাস্থলে নিহত হন। অপর একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রকাশ :জানুয়ারি ৬, ২০২০ ১২:৪৯ অপরাহ্ণ