হারুনের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন শাকিব খানের মেকআপ আর্টিস্ট সবুজ।
এদিকে বিএফডিসিতে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ‘বীর’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান। পূর্ব নির্ধারিত শিডিউল থাকার কারণে শুটিং বাতিল করতে পারেননি এই নায়ক। তবে তার পক্ষ থেকে মরদেহের সঙ্গে কেউ গিয়েছেন কি না তা জানা যায়নি।
কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ সিনেমা প্রযোজনা করছেন মো. ইকবাল। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। এছাড়াও অভিনয় করছেন নাদিম, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, জ্যাকী আলমগীর, কাবিলাসহ অনেকে।
রোববার সকাল সাড়ে ৭টায় রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হারুন। জানা যায়, প্রয়াত হারুন ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। এছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তার। দীর্ঘ দিন ধরে শাকিব খানের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিলেন হারুন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

