২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪৩

স্বর্ণের দাম ফের বেড়েছে, ভরি ৬০ হাজার টাকা

আবারো বেড়েছে স্বর্ণের দাম। এবারে গ্রাম প্রতি ১০০ টাকা বেড়েছে। সেই হিসাবে এক ভরি সোনার দাম হবে ৬০ হাজার টাকা। তবে বাড়েনি রূপার দাম।

আর এই আদেশ কাল ৫ ‍জানুয়ারি থেকে কার্যকর হবে। শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিশ্ববাজারে একদিনে আউন্স প্রতি ৫২ ডলার বেড়েছে। সে কারণে আমাদের সোনার দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না।’

বাজুস জানায়, সবচেয়ে ভাল মানের সোনার (২২ ক্যারেট) ভরির দাম হাজার টাকা বেড়ে ৬০ হাজার টাকা ছাড়িয়েছে। অন্য মানের সোনাও ভরিতে ১১৬৬ টাকা করে বাড়ানো হয়েছে।

বাজুসের তথ্যানুসারে, প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৬০ হাজার ৩৬১ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেট ৫৮ হাজার ২৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫৩ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪০ হাজার ২৪১ টাকায়।

দিলীপ আরো জানায়, ২০১৯ সালে স্বর্ণের বাজার সবচেয়ে অস্থিরতা বিরাজ করেছে। চীন ও আমেরিকা বাণিজ্য যুদ্ধের কারণে মূলত স্বর্ণের দামে প্রভাব পড়ছে। অন্যদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনার কারণে বিশ্ব বাজারে সোনার দাম অস্থির হয়ে উঠেছে।

প্রকাশ :জানুয়ারি ৫, ২০২০ ১২:২৬ অপরাহ্ণ