৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৭

বাগদাদে মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিপ্লবী বাহিনীর শাখা প্রভাবশালী কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাগদাদের গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছেই ফের রকেট হামলা হয়েছে।

স্থানীয় সময় শনিবার গ্রিন জোনের কাছে জাদ্রিয়া এলাকা এবং বালাদ বিমান ঘাঁটিতে রকেট নিক্ষেপ করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

ওই এলাকায় মার্কিন সৈন্যরা ছিলেন। তবে কেউ নিহত হয়নি বলে ইরাকের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

বাগদাদের জাদ্রিয়া এলাকায় একটি মর্টার আঘাত হেনেছে এবং তাতে পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

আর বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে দুটি কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়েছে বলে নিরাপত্তা সংশ্লিষ্ট দুইজন রয়টার্সকে জানিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন সোলাইমানি। ইরানের মধ্যপ্রাচ্য অভিযানগুলো দেখভাল করতেন তিনি। ব্যাপক জনপ্রিয় সোলাইমানি তার কাজের জন্য প্রেসিডেন্ট নয় বরং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে জবাব দিতেন। কুদস বাহিনীর এই প্রধানকে হত্যার ঘটনায় ইরান ‘ভয়াবহ প্রতিশোধ’নেওয়ার হুমকি দিয়েছে।

প্রকাশ :জানুয়ারি ৫, ২০২০ ১২:১৯ অপরাহ্ণ