রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ইনস্টিটিউশনের মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা চলছিল। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘ছাত্রদলের প্রোগ্রাম চলাকালে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা আমরা খতিয়ে দেখছি।’
জানা গেছে, সকাল ১০টা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলছে। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।
ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মিলনায়তনের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন বলেন, ‘ঘটনাস্থল থেকে পুলিশ যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সভাপতিসহ দুই জনকে আটক করেছে।’