ওই দুর্ঘটনায় রুমি ভাই ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা প্রাইভেটকারের চালকও।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের সুজাতপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর কবিরহাট এলাকার প্রবাস ফেরত হুমায়ুন কবিরের বোন রুমি আক্তার ও তার স্বামী সাইফুল ইসলাম।
হাইওয়ে পুলিশ মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাস ফেরত যাত্রী নিয়ে নোয়াখালী যাওয়ার পথে একটি প্রাইভেটকার সুজাতপুরে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় প্রাইভেটকারটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রবাস ফেরত হুমায়ুন কবির ও তার বোন, বোনের স্বামী এবং চালক আহত হয়।
হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নেওয়ার পর বোন ও তার স্বামী মারা যায়। আহত চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হুমায়ুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

