১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

সীমান্তে মোবাইলফোনের নেটওয়ার্ক ফের চালু

জানা যায়, বুধবার সকালে বিটিআরসি দেশের মোবাইলফোন অপারেটরগুলোকে ইমেইলের মাধ্যমে সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি জানায়। এর ফলে বাংলাদেশের সীমান্ত এলাকায় আবারও মোবাইল নেটওয়ার্ক চালু হলো।

এর আগে ২৯ ডিসেম্বর, রবিবার রাতে দেশের স্বার্থে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ১ কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনার ফলে সীমান্তবর্তী এলাকার বড় অংশের মোবাইল ব্যবহারকারীরা ইন্টারনেট, ভয়েস ও অন্যান্য সেবা থেকে বঞ্চিত হন।

প্রসঙ্গত, দেশের সীমান্ত এলাকার দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ১০০ কিলোমিটার। এরমধ্যে রয়েছে ৩২টি জেলার যোগ।

প্রকাশ :জানুয়ারি ১, ২০২০ ৪:২১ অপরাহ্ণ