২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১০

ব্যাংকে নয়-ছয় সুদ হার

অর্থনৈতিক প্রতিবেদক : আগামী এপ্রিল মাস থেকে ব্যাংক আমানতে ৬ ও ঋণে ৯ শতাংশ সুদহার বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

সোমবার সন্ধ‌্যায় ব্যাংক মালিকদের সংগঠন বিএবি এবং এমডিদের সংগঠন এবিবির সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। রাজধানীর গুলশানে বিএবির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী ১ জানুয়ারি থেকে আমানতে ৬ ও ঋণে ৯ শতাংশ সুদহার চালু করার কথা ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনাকালে তিনি আরো কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আজকে তাদের সাথে বৈঠক করেছি। এটি চালু করতে তারা আরো কিছুদিন সময় চেয়েছে।’

মন্ত্রী বলেন, ‘সরকার আরো দুই মাস সময় দিতে চেয়েছে। তারা আরো এক মাস সময় বেশি চেয়েছে। সব মিলিয় আগামী বছরের ১ এপ্রিল থেকে এটি চালু করা যাবে।’

সুদহার শুধু মাত্র কার্ড বাদে সব জায়গায় প্রযোজ্য হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘এতে করে ব্যাংকের কোনো ক্ষতি হবে না। সরকারের যে আমনত আছে তার ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকগুলোতে রাখা হবে। এটি করা হবে মূলধনের ভিত্তিতে। যার মূলধন বেশি, সে বেশি আমানত পাবে। এটি যাতে সবাই সঠিকভাবে পায়, তার নজরদারী করা হবে।’

আগামী এক দুই দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করবে বলেও জানান মন্ত্রী।

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৯ ২:৩৫ অপরাহ্ণ