১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২০

প্রেমিকের সঙ্গে নতুন বছর উদযাপন করবেন তারা

বিনোদন ডেস্ক : ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমাখ্যাত অভিনেত্রী তারা সুতারিয়া। অভিনেতা আদর জেইনের সঙ্গে তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে বেশ কিছু দিন ধরে বলিপাড়ায় গুঞ্জন উড়ছে।

বর্তমানে প্রেমিক আদর জেইনের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন তারা সুতারিয়া। গত ২২ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ভারত ত্যাগ করেন এই যুগল। সেখানে একসঙ্গে ক্রিসমাস উদযাপন করেছেন। এদিকে দরজায় কড়া নাড়ছে নতুন বছর। প্রেমিক আদরের সঙ্গে লন্ডনে নতুন বছর বরণ করবেন তারা। স্পটবয় এ খবর প্রকাশ করেছে।

এদিকে আদরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনো আপডেট তথ্য নেই। কিন্তু তারা সুতারিয়ার ইনস্টাগ্রাম ঘুরে নিশ্চিত হওয়া গেছে তিনি লন্ডনে অবস্থান করছেন। যদিও একসঙ্গে তাদের আপডেট কোনো ছবি নেই।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় জনপ্রিয় ব্যান্ডদল ইউটুর কনসার্ট। এতে দুজনে একত্রে হাজির হয়েছিলেন। তারই একটি ভিডিও শেয়ার করেন আদর জেইন। ক্যাপশনে আদর লিখেন, ‘যখন আমি তোমার সঙ্গে’। তারা সুতারিয়া উত্তরে লিখেন, ‘সবসময় তোমার সঙ্গে’।

এর আগে আদরের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে তারা সুতারিয়া বলেন, ‘একসঙ্গে ঘুরতে ও সময় কাটাতে আমাদের ভালো লাগে। আদর আমার কাছে বিশেষ একজন এবং দুজনই খাবার খেতে অনেক পছন্দ করি। তাই আমরা বিভিন্ন রেস্তোরাঁয় যাই। গত দীপাবলীতে আমাদের পরিচয় হয়। আমাদের বেশ কয়েকজন মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে। আমরা পরস্পরের সঙ্গ উপভোগ করি।’

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৯ ৬:৩৬ অপরাহ্ণ