১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

জনপ্রশাসনসহ পাঁচ মন্ত্রণালয়ে নতুন সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়সহ পাঁচ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

অন্য এক প্রজ্ঞাপনে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ), বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলী নূরকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নাল বারীকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. নুরুল ইসলামকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৯ ৬:৩২ অপরাহ্ণ