১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

ফ্যাশনপ্রেমী এলামের বয়স জানলে চমকে যাবেন!

আন্তর্জাতিক ডেস্ক : চুল ধবধবে সাদা। শরীরের চামড়া কুঁচকে গিয়েছে। ঝুলে গিয়েছে চোয়ালের চামড়াও। শরীরজুড়ে বয়সের ছাপ স্পষ্ট। তবে এই বয়সেও ফ্যাশনে কোনো ঘাটতি নেই তার। বরং এই বয়সে এসেও ফ্যাশন দিয়ে পুরো বিশ্বকে মাতিয়ে রেখেছেন তিনি।

হরেক রঙের পোশাকে সামাজিক যোগাযোগ মাধ্যম কাঁপাচ্ছ হেরেল রুথ এলামের বয়স ৯১ বছর। ১৯২৮ সালের ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে জন্মগ্রহণ করেন তিনি।

বয়স যে শুধু মাত্র একটা সংখ্যা তা প্রমাণ করেছেন এলেম। এই ফ্যাশনপ্রেমীর রয়েছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেই প্রোফাইলের নাম ‘বাড্ডিউইকেল’। সেখানে ৩৮ লক্ষ ইউজার ফলো করেন তাকে। সেই ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিয়মিত ছবি পোস্ট করেন হেলেন। রঙ বেরঙের ফ্যাশনেবল পোশাকে এই বয়স্কার প্রতিটি ছবি লাইক করেন লাখ খানেকের বেশি মানুষ।

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৯ ২:৩১ অপরাহ্ণ