১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

বছরের সেরা পল্টি

বিনোদন ডেস্ক : ঘটনার ঘনঘটায় শেষ হচ্ছে আরেকটি বছর। এ বছর চলচ্চিত্র নিয়ে আন্দোলন, সংগ্রাম কম হলেও সিনেমা নির্মাণ বাড়েনি। ফলে অধিকাংশ শিল্পী ও কলাকুশলী বেকার সময় পার করেছেন। চলতি বছর শিল্পীদের বিভিন্ন সময়ে নিজেদের অবস্থান থেকে সরে যেতে দেখা গেছে। রাজনীতির ভাষায় যাকে বলে পল্টি নেয়া।

এবার শিল্পী সমিতির নির্বাচন বেশ জমে উঠেছিল। নির্বাচন ঘিড়ে বিএফডিসি যেন মিলন মেলায় পরিণত হয়। এ হলো মুদ্রার এ-পিঠ। অপর পিঠে দেখা গেছে নির্বাচন ঘিরে শিল্পীদের বিভক্তি। শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে মৌসুমী-তায়েব প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। এই প্যানেলে চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, পপিরও নির্বাচন করার কথা ছিল। সেই হিসাব মাথায় নিয়ে মনোনয়নপত্র কিনেছিলেন সভাপতি প্রার্থী মৌসুমী। কিন্তু হঠাৎ করেই ভেস্তে যায় মৌসুমী-তায়েব প্যানেল। নির্বাচন থেকে সরে দাঁড়ান ডি এ তায়েব, রিয়াজ, ফেরদৌস, পপি।

তাদের সরে দাঁড়ানোর কারণ নিয়ে কেউ মুখ খোলেননি। তবে বিষয়টি মৌসুমীর জন্য বিব্রতকর হয়ে ওঠে। শেষ মুহূর্তে এসে মৌসুমীকে বিপদে ফেলে এভাবে পিঠটান দেয়া অনেকেই ভালো ভাবে নেননি। যে কারণে অনেকেই বিষয়টিকে বছরের সেরা পল্টি দাবি করেন। তবে প্যানেলের সবাই সরে গেলেও মৌসুমী  নির্বাচন করেন।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। বছরজুড়ে ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনাম হয়েছেন। তার অভিনীত সিনেমা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ২০১৬ সালে শাকিব খান আপত্তিকর বিভিন্ন মন্তব্য করে চলচ্চিত্র পরিবারের রোষানলে পড়েন। চলচ্চিত্র পরিবার বয়কট করে শাকিব খানকে। তাকে নিয়ে সিনেমা নির্মাণ করাও বন্ধ করে দেয় চলচ্চিত্র পরিচালক সমিতি। বিপাকে পড়েন শাকিব খান। এমতাবস্থায়  শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান শাকিবকে নিয়ে কয়েকটি সিনেমার কাজ শুরু করেন। বলা চলে, শাকিবের বিপদে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

এ বছর সেলিম খানের সঙ্গে পল্টি নিয়ে শাকিব খান সমালোচিত হন। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘একটু প্রেম দরকার’ সিনেমার শুটিং নিয়ে টালবাহানা শুরু করেন শাকিব। সময় মতো সিনেমার কাজ শেষ না করার অভিযোগ এনে শাকিব খানকে সাত দিনের আল্টিমেটাম দেন সেলিম খান। পরদিনই সুর পাল্টে কাজে ফেরেন শাকিব খান। কথিত আছে এই প্রযোজকের সঙ্গে বর্তমানে শাকিবের দা-কুমড়া সর্ম্পক।

এদিকে চিত্রনায়ক বাপ্পির বছরের শুরুটা হয় ভোল পাল্টানো দিয়ে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমেই তার চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু। কিন্তু ২০১৭ সালে যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে ঢালিউড শিল্পীদের আন্দোলনের সময় অন্যদের সঙ্গে বাপ্পিও জাজের বিরুদ্ধে অবস্থান নেন। তখন জাজ মল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে স্লোগানও দিয়েছেন তিনি। এ বছর ভুল স্বীকার করে আজিজের কাছে ক্ষমা চেয়েছেন বাপ্পি। চলচ্চিত্র পাড়ায় তখন চাউর হয়- জাজের সিনেমায় পুনরায় কাজ পেতেই বাপ্পির এই ভোল পাল্টানো।

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৯ ৫:৩৫ অপরাহ্ণ