১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

প্রিয়াঙ্কাকে নিক জোনাসের উপহার

বিনোদন ডেস্ক : বর্তমানে স্বামীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গতকাল বুধবার একসঙ্গে বড়দিন উদযাপন করেছেন এই দম্পতি। শুধু তাই নয়, শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যর সঙ্গে আনন্দঘন দিন কাটিয়েছেন তিনি।

মজার ব্যাপার হলো—ক্রিসমাস উপলক্ষে স্ত্রীকে একটি স্নোমোবাইল উপহার দিয়েছেন নিক জোনাস। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

অন্যদিকে প্রিয়াঙ্কা ও নিক জোনাস তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বড়দিন উদযাপনের বেশ কিছু ছবি ভক্তদের জন্য পোস্ট করেছেন। তাতে দেখা যায়, উপহার পাওয়া স্নো মোবাইলে বসে আছেন হাস্যোজ্জ্বল প্রিয়াঙ্কা চোপড়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ব্যাট মোবাইল যুগে সান্তা এসেছেন। আহ! আমার স্বামী আমাকে ভালো চেনেন। থ্যাঙ্ক ইউ বেবি! আমি তোমাকে ভালোবাসি।’

নিক তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, প্রিয়াঙ্কা-নিক খাবার পরিবেশন করছেন।

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। তারপর তাদের একসঙ্গে নৈশভোজে দেখা যায়। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। সর্বশেষ গুঞ্জন সত্যি করে ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৯ ৪:৪৪ অপরাহ্ণ