১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় রং মিন্ত্রীকে বেঁধে রেখে তার স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এ ঘটনার পর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতাররা হলেন— গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ডালিম হোসেন (২৫), তার ভাই পৌর যুবলীগ নেতা রাজীব হোসেন (২২), চান্দরা পল্লীবিদ্যুৎ দীঘিরপাড়া এলাকার মুক্তি দেওয়ানের ছেলে রবিন দেওয়ান (২৩) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে রিপন হোসেন (২৪)।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন তুহিন জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানায় শনিবার দুপুরে রং মিস্ত্রী বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

রং মিস্ত্রী জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রবিন তার বাড়িতে রং করার কথা বলে মোবাইলে তাকে ডেকে নিয়ে যান। এরপর রবিন ও রাজীব কথা বলার জন্য তাকে বাড়ির দুই তলার ছাদে নিয়ে যান। ছাদে যাওয়ার সাথে সাথে তাকে এলোপাথাড়ি মারধর করতে থাকেন তারা। এসময় এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।

তিনি জানান, টাকা দিতে অপারগতা শিকার করলে কৌশলে তার স্ত্রীকেও ডেকে নেন ওই বাড়ির ছাদে। তার স্ত্রী আসার সাথে সাথে তাকেও এলোপাথাড়ি মারধর শুরু করেন তারা। টাকা না দিলে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের হুমকি দেয় তারা। এক পর্যায়ে তাদের দুইজনকে চোখ বেঁধে আলাদা করে তার স্ত্রীকে পালাক্রমে ৪/৫ জন ধর্ষণ করেন। রাত সাড়ে ৯টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর কালিয়াকৈর থানায় এসে বিষয়টি জানালে পুলিশ রাতেই ওই চার জনকে গ্রেফতার করে।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, মুক্তিপণের দাবি ও ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পোশাক শ্রমিক ওই নারীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১০, ২০১৭ ৫:১৫ অপরাহ্ণ