১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

তিন পার্বত্য জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। রাঙামাটির লংগদুর যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদ এবং হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাৎ ফরাজি শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুন লংগদুর মাইনিমুখ কাচালং নদীতে ভেসে আসা এক অজ্ঞাত বাঙালির মরদেহ উদ্ধার করা হয়। তাকে হত্যার প্রতিবাদে পূর্ব ঘোষিত রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় রোববারের অর্ধদিবস হরতাল পূর্ণ দিবস ঘোষণা করা হয়েছে। ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালনের আহ্বান জানানো হয়।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১০, ২০১৭ ৫:০৪ অপরাহ্ণ