২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:০২

`আপনারা তো অন্ধ, কীভাবে দেখবেন’ ওবায়দুল কাদেরকে মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্যে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কি চায় তা আপনারা বুঝবেন কীভাবে? আপনারা তো অন্ধ, কীভাবে দেখবেন। আপনারা তো শুনতেই চান না। আপনারা মানবতার বিরুদ্ধে যে কাজগুলো করছেন, সাধারণ মানুষগুলোকে নিয়ে গিয়ে হত্যা করছেন এর বিচার একদিন হবেই। তার জন্য আপনাদের অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। শনিবার রাজধানীর রাজারবাগ লিভিং ইন পার্টি সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্পণ বাংলাদেশ নামের একটি সংগঠন ক্ষতিগ্রস্ত জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান, ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করে। অর্পণ বাংলাদেশের  সভাপতি বিথীকা বিনতে হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদী লুনা বক্তব্য রাখেন।

ক্ষমতাসীন সরকার ক্ষমতায় থাকলে দেশ থাকবে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ সরকার থাকলে দেশ থাকবে না। বাংলাদেশ হবে নতজানু একটি রাষ্ট্র। তাই নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।

ক্ষমতাসীন সরকারের প্রতি জনগণের সর্মথন নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীদের খুন, গুম করেছে। মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছে। আওয়ামী লীগ বুঝে গেছে তাদের ওপর জনগণের কোনো আস্থা নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি বলেন, আওয়ামী লীগ যে পদ্ধতিতে দেশ পরিচালনা করছে তা সম্পূর্ণ বেআইনি। আমরা বারবার বলেছি, বেআইনিভাবে ক্ষমতা দখল না করে ছেড়ে দেন। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন।

 

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জুন ১০, ২০১৭ ৫:১৭ অপরাহ্ণ