২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

দক্ষিণী সিনেমায় সেরা তারা

বিনোদন ডেস্ক : ছর শেষে কাজের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হচ্ছে বিভিন্ন অ্যাওয়ার্ড। সেই ধারাবাহিকতায় সম্প্রতি দেয়া হয়েছে ৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (দক্ষিণ)। ভারতের দক্ষিণী সিনেমার সেরাদের হাতে তুলে দেয়া হয়েছে এ পুরস্কার।

এ বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (দক্ষিণ) বিজয়ীদের তালিকা নিচে দেয়া হলো:

তেলেগু:

সেরা সিনেমা : মহানটি

সেরা পরিচালক: নাগ অশ্বিন (মহানটি)

সেরা অভিনেতা (জনপ্রিয়) : রাম চরণ (রাঙ্গাস্থালাম)

সেরা অভিনেতা (সমালোচক): দুলকার সালমান (মহানটি)

সেরা অভিনেত্রী (পপুলার): কীর্তি সুরেশ (মহানটি)

সেরা অভিনেত্রী (সমালোচক): রাশমিকা মান্দানা (গীতা গবিন্দম)

সেরা পার্শ্ব অভিনেতা: জগপতি বাবু (অরবিন্দা সামেথা বীরা রাঘবা)

সেরা পার্শ্ব অভিনেত্রী: অনসূয়া ভরদ্বাজ (রাঙ্গাস্থালাম)

সেরা মিউজিক অ্যালবাম : দেবী শ্রী প্রসাদ (রাঙ্গাস্থালাম)

সেরা লিরিক্স : চন্দ্রবোস, ইয়েন্তা সাকাগুনাবে (রাঙ্গাস্থালাম)

সেরা গায়ক: সিড শ্রীরাম, ইনকেম ইনেকম ইনকেম কাবালে (গীতা গবিন্দম)

সেরা গায়িকা : শ্রেয়া ঘোষাল, মান্দারা মান্দারা (ভাগমতি)

তামিল:

সেরা সিনেমা : পরিয়েরাম পেরুমাল

সেরা পরিচালক: রাম কুমার (রাতসাসন)

সেরা অভিনেতা (জনপ্রিয়): ধানুশ (বড়া চেন্নাই) এবং বিজয় সেতুপতি (৯৬)

সেরা অভিনেতা (সমালোচক): অরবিন্দ স্বামী (চেকা চিবন্তা বানম)

সেরা অভিনেত্রী (জনপ্রিয়): তৃষা কৃষ্ণান (৯৬)

সেরা অভিনেত্রী (সমালোচক): ঐশ্বরিয়া রাজেশ (কণা)

সেরা পার্শ্ব অভিনেতা: সত্যরাজ (কণা)

সেরা পার্শ্ব অভিনেত্রী: সরন্য পনবানন (কলামাবু ককিলা)

সেরা মিউজিক অ্যালবাম: গোবিন্দ বসন্ত (৯৬)

সেরা গায়ক: সিড শ্রীরাম, হেয় পেনে (পেয়ার প্রেমা কাদাল)

সেরা গায়িকা: চিন্ময়ী, কাতালে কাতালে (৯৬)

সেরা লিরিক্স: কার্তিক নেথা কাতালে কাতালে (৯৬)

মালায়ালাম:

সেরা সিনেমা: সুদানি ফ্রম নাইজেরিয়া

সেরা পরিচালক: লিজো জোসে পেলিসেরি (ই.মা.ইয়াউ)

সেরা অভিনেতা (জনপ্রিয়) : জোজু জর্জ (জোসেফ)

সেরা অভিনেতা (সমালোচক): সৌবিন সাহির (সুদানি ফ্রম নাইজেরিয়া)

সেরা অভিনেত্রী (জনপ্রিয়) : মঞ্জু ওয়ারিয়র (আমি)

সেরা অভিনেত্রী (সমালোচক): নিমিশা সজয়ন (এডা)

সেরা পার্শ্ব অভিনেতা: বিনায়কম (ই. মা. ইয়াউ)

সেরা পার্শ্ব অভিনেত্রী: সাবিত্রী শ্রীধরন (সুদানি ফ্রম নাইজেরিয়া)

সেরা মিউজিক অ্যালবাম : কৈলাস মেনন (থীবান্দি)

সেরা লিরিক্স: বি.কে. হরিহরণ, জীবমস্মমি (থীবান্দি)

সেরা গায়ক: বিজয় ইয়েসুদাস, পোমুথোল (জোসেফ) 

সেরা গায়িকা: অ্যানি অ্যামি, আরারো (কোডে)

কন্নড়:

সেরা সিনেমা: কে.জি.এফ

সেরা পরিচালক: মনসুর (নথিচারামি)

সেরা অভিনেতা (জনপ্রিয়): যশ (কে.জি.এফ)

সেরা অভিনেতা (সমালোচক): সতীশ নিনাসম (আয়োগ্য)

সেরা অভিনেত্রী (জনপ্রিয়): মনবিতা কমথ (তাগারু)

সেরা অভিনেত্রী (সমালোচক) : শ্রুতি হরিহরণ (নতিচারামি)

সেরা পার্শ্ব অভিনেতা: ধনঞ্জয় (তাগারু)

সেরা পার্শ্ব অভিনেত্রী: সরন্য (নতিচারামি)

সেরা গায়ক: সঞ্জিত হেগড়ে, শকুন্তলে শিকালু (নাড়ুবে অন্তরবিরালি)

সেরা গায়িকা: বিন্দুমালিনী, ভাবালোকড়া (নতিচারামি)

সেরা লিরিক্স: এইচ এস ভেঙ্কটেশ মূর্তি, সকারেয়া পাকাড়ালি (হাসিরু রিবন)

সেরা মিউজিক অ্যালবাম: বিসুকি বৈভব

টেকনিক্যাল: 

সেরা চিত্রগ্রাহক: আর. রত্নভেলু (রাঙ্গাস্থালাম)

সেরা কোরিওগ্রাফার: প্রভুদেবা, জনি; রাউডি বেবি (মারি টু)

আজীবন সম্মাননা: হরিহরণ

প্রকাশ :ডিসেম্বর ২২, ২০১৯ ৭:২৫ অপরাহ্ণ