১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৪

শুধু জয়ার জন্য সৃজিত…

বিনোদন ডেস্ক : অভিনেত্রী জয়া আহসান। নিজেই যেন নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন। এপাড় অথবা ওপাড়- দুই বাংলাতেই সমান জনপ্রিয় এই অভিনেত্রী।

বয়স? এ নিয়ে বিতর্ক কম নয়। অনেকেই দাবি করেন, বয়স চল্লিশের বেশি। তবে এই অভিনেত্রীর মতে, তার বয়স সাঁইত্রিশ। উইকিপিডিয়া অবশ্য বলছে ভিন্ন কথা; বয়স ৪৭! অথচ এই বয়সে এসেও তিনি ভক্তদের কাছে অষ্টাদশী!

বাংলা চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। সঙ্গে নিন্দুকের সমালোচনার জবাবও দিচ্ছেন সমান তালে।

তবে সিনেমার জন্যই যে জয়া আলোচনায় থাকেন তা নয়। ব্যক্তিগত নানা কারণে খবরে এসেছেন তিনি। এর মধ্যে নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে জয়ার প্রেম অন্যতম। তবে কথাতেই সীমাবদ্ধ থাকেনি এই প্রেম। তাদের ঘিরে নিত্য নতুন খবরে মুখরিত ছিল দুই বাংলা।

সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সৃজিত নাকি জয়ার জন্য ধর্মান্তরিতও হতে চেয়েছিলেন! তবে সেই গুঞ্জন এখন অতীত। কারণ সম্প্রতি রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই নির্মাতা। মিথিলাও বাংলাদেশের মেয়ে, শোবিজে তাঁরও পদচারণা রয়েছে।

অন্যদিকে সৃজিত মুখার্জি বরাবরই দাবি করেছেন জয়ার সঙ্গে তার সম্পর্ক শুধুই পেশাগত। পাশাপাশি এই অভিনেত্রীর প্রশংসা করে সার্টিফিকেট দিতেও ভোলেননি তিনি। জয়া প্রসঙ্গে সৃজিত বলেছেন, চরিত্রের চেয়েও আমার মনে হয়, যেভাবে স্ক্রিপ্ট বেছে বেছে ছবি করে জয়া তাতে ও অনেককে পেরিয়ে যাচ্ছে। ম্যাচিওরড স্ক্রিপ্ট। ওর নানা রকম লুক। যে কোনো চরিত্র অ্যাডপ্ট করে ফেলতে পারে সহজে। দুই বাংলার ডায়ালেক্টও অসম্ভব ভাল বলতে পারে।

কিছুদিন আগে বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘কণ্ঠ’ সিনেমাটি। এছাড়া কয়েকদিন পরেই মুক্তি পাবে ‘রবিবার’। এতে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জয়া। এছাড়া ‘অর্ধাঙ্গিনী’, ‘ভূতপরী’, ‘বিনিসূতো’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৯ ৫:২৯ অপরাহ্ণ