১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

তুরাগ উদ্ধারে ফের অভিযানে নামছে বিআইডব্লিউটিএ

তুরাগ নদে পুনঃদখল, পুনঃভরাট ঠেকাতে তীরভূমিতে উচ্ছেদ, অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রমে বিশেষ অভিযান চালাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আগামী বুধ ও বৃহস্পতিবার এই বিশেষ অভিযান পরিচালিত হবে।বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা নদীবন্দর) এ কে এম আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা নদী বন্দরের নদী রক্ষায় গত ২৯ জানুয়ারি থেকে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীতে উচ্ছেদ অভিযান শুরু করে সংস্থাটি। চার পর্বে ৫০ দিনের অভিযানে উদ্ধার করা হয় দখল হয়ে যাওয়া ১২১ একর জমি।

বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর উভয় তীর মিলিয়ে সর্বমোট ১৫৭ কিলোমিটার নদী তীরভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় মোট ৭২৫টি পাকা স্থাপনা, ৯৮৬টি আধা পাকা স্থাপনা, ৩২১টি সীমানা প্রাচীর ও অন্যান্য দুই হাজার ৭৪০টি অবৈধ স্থাপনাসহ মোট চার হাজার ৭৭২টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদের পর বেশ কিছু জায়গা পুনরায় দখল হয়ে গেছে। বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে সেসব অবৈধ স্থাপনা পুনরায় উচ্ছেদ করা হয়।

বুধ ও বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আশুলিয়া ধউর ব্রিজ থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৯ ৫:৪০ অপরাহ্ণ