২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৩

লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় হতাহত ৫

বিদেশ ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে শুক্রবারের ছুরি হামলায় অন্তত পাঁচজন হতাহত হয়েছেন। এরমধ্যে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত দুইজনের মধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এ ছুরিকাঘাতের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।.
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস প্রধান সিমন স্টিভেনস জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল; তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। আরেকজনের অবস্থাও স্থিতিশীল। আহত তৃতীয় ব্যক্তির আঘাত খুব গুরুতর নয়।বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বেলা দুইটার দিকে এ হামলা চালানো হয়। গুলির শব্দে আতঙ্কিত লোকজন পালাতে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেতুতে সব ধরনের চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

হামলাকারী ২৮ বছরের উসমান খান একটি ভুয়া সুইসাইড ভেস্ট বা বিস্ফোরকযুক্ত পোশাক পরে এ হামলা চালায়। বেশ কয়েকজনকে ছুরিকাঘাতের পর এক পর্যায়ে সে পুলিশের গুলিতে নিহত হয়। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছেন কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীকে শনাক্ত করতে সম্ভব হয়েছে। সে স্ট্যাফোর্ডশায়ার এলাকার বাসিন্দা। বছরখানেক আগে শর্তসাপেক্ষে কারাগার থেকে মুক্তি পেয়েছিল সে। মুক্তির জন্য একটি ইলেক্ট্রনিক ট্যাগ পরিধান করা এবং নিজের চলাফেরায় কর্তৃপক্ষের নজরদারির বিষয়ে সম্মত হয়েছিল সে।

শুক্রবার দুপুরে লন্ডন ব্রিজে বাসের মধ্যে আটকা পড়েন আমান্ডা হান্টার নামের একজন প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ‘হঠাৎ করে বাস থেমে গেলো। গোলমাল শুনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে এক ব্যক্তির দিকে এগিয়ে যেতে দেখলাম। মনে হলো তার হাতে কিছু একটা আছে, কিন্তু আমি শতভাগ নিশ্চিত নই। পরে এক পুলিশ কর্মকর্তা তাকে গুলি করে।’

টুইটারে দেওয়া এক পোস্টে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশ ও জরুরি বিভাগের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

লন্ডনের পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক বলেছেন, আমাদের শহরটি আবারও সন্ত্রাসবাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ ঘটনায় আমি খুবই মর্মাহত ও ক্ষুব্ধ।

লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৭ সালের জুনে তিন জঙ্গি ব্রিজটিতে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দিয়ে এবং ছুরিকাঘাতে আটজনকে হত্যা করে।

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৯ ১২:১০ অপরাহ্ণ