১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২১

লোকসানের কারণে পেঁয়াজ চাষে উৎসাহ হারাচ্ছেন কৃষক

হিলি প্রতিনিধি : অব্যাহতভাবে লোকসান হওয়ায় শস্যভান্ডার খ্যাত দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় পেঁয়াজ চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কৃষকরা। কৃষকরা জানান, পেঁয়াজ ওঠার সময় বাজারে ভারতীয় পেঁয়াজ আসায় ক্ষতির শিকার হচ্ছেন বলে তারা চাষ কমিয়ে দিয়েছেন। সেই সঙ্গে সংরক্ষণের ব্যবস্থা না থাকা এবং প্রণোদনা না থাকার কারণেও পেঁয়াজ চাষে নিরুৎসাহিত হচ্ছেন তারা।

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৯ ১২:১৫ অপরাহ্ণ