কূটনৈতিক প্রতিবেদক : নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠানো সেই হোসনা আক্তার অবশেষে দেশে ফিরেছেন। হোসনাকে বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইট বুধবার রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ব্র্যাকের অভিবাসন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান এই তথ্য জানিয়েছেন।
জানা গেছে, অ্যাম্বুলেন্সে করে তাকে এয়ারপোর্টের ভিআইপি গেট দিয়ে বের করা হয়। এরপর প্রবাসীকল্যাণ বোর্ডের বিশেষ টিমের সহায়তায় অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে সরাসরি হবিগঞ্জে যাবে।
এর আগে সৌদি স্থানীয় সময় দুপুর ২টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
উল্লেখ্য, ভিডিওবার্তার মাধ্যমে নির্যাতনের বর্ণনা দিয়ে দেশে ফেরার আকুতি জানান সৌদি আরবে নির্যাতিত হোসনা। তার ভিডিওবার্তা ও স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হোসনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় বাংলাদেশ সরকার। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল শ্রমকল্যাণ উইং হোসনাকে উদ্ধার করে সেইফ হোমে নিয়ে যান। সেইফ হোমে নেওয়ার পর বুধবার রাতে তাকে দেশে পাঠানো হয়।
হোসনা আক্তারের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলায়।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

