১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৯

মাহফুজুর রহমান খানের অবস্থা সংকটাপন্ন

বিনোদন প্রতিবেদক : নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের মৃত্যুর গুঞ্জন উঠেছে। এদিকে চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন  জানিয়েছেন, তিনি বেঁচে আছেন। কিন্তু তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

খোকন বলেন, ‘মৃত্যুর খবর শোনে হাসপাতালে গিয়েছিলাম। এ সময় তাকে ডাকলে তিনি সাড়া দেওয়ার চেষ্টা করেন। পরে চিকিৎসককে এ তথ্য জানাই।’

গত ২৬ নভেম্বর রাত দশটার দিকে খাবার খেতে গিয়ে ফুসফুসে খাবার ঢুকে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে যান। তারপর থেকে এ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

মাহফুজুর রহমান খান পেশাদার চিত্রগ্রাহক হিসেবে ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। এরপর আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকের মতো চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেন। চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৯ ৬:৩৩ অপরাহ্ণ