২২শে জানুয়ারি, ২০২৬ ইং | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:৫৩

ঢাবির ছাত্রদল নেতা গ্রেপ্তার

দেশজনতা অনলাইনঃ গেল ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হাইকোর্টের গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ মামলার এজাহার ভুক্ত আসামি।

এর আগে বিএনপির যুগ্মমহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৯ ৬:১৮ অপরাহ্ণ