আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ করায় মিয়ানমারকেই শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল। অবশ্য ইসরায়েলি রাষ্ট্রদূত ভুলক্রমে এই শুভেচ্ছা ব্যক্ত করেছেন বলে বৃহস্পতিবার তেল আবিব এক বিবৃতিতে জানিয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, মিয়ানমারে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এক টুইটে আগামী মাসে আন্তর্জাতিক বিচার আদালতে অনুষ্ঠিতব্য শুনানি উপলক্ষে মিয়ানমারকে শুভেচ্ছা জানান। বিষয়টি যে রীতিমতো ‘মহাভুল’ হয়েছে তা বুঝতে পারার পর দ্রুত টুইট মুছে ফেলা হয়।
এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘রাষ্ট্রদূতের টুইটটি ভুল ছিল এবং দ্রুত তা সংশোধন করা হয়েছে’।
অবশ্য এতে রোহিঙ্গা নিপীড়নের নিন্দাও জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল তীব্রভাবে রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়নের নিন্দা জানায়। এক সপ্তাহ আগে নৃশংসতার বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা প্রস্তাবে ভোট দিয়েছিল ইসরায়েল’।