১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৬

লিফট ছিড়ে নিরাপত্তাকর্মীর মৃত‌্যু

মেডিক‌্যাল প্রতিবেদক : কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিড়ে স্বপন (২২) নামে একজন নিহত হয়েছেন। স্বপন ওই ভবনেরই নিরাপত্তাকর্মী ছিলেন।

প্রত‌্যক্ষ‌্যদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ৮ তলা থেকে লিফট ছিড়ে নিচে পড়ে। এতে গুরুতর আহত হন স্বপন। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসোতালে নিলে কর্তব‌্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এঘটনার সত‌্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন‌্য জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। মৃতের স্বজনরা আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

 

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৯ ৪:৩৫ অপরাহ্ণ